How to Identify Online Fake Order?

Fake Order

যত বড় অর্ডার – তত বেশী সাবধান। আর মজার বিষয় হল ফেক অর্ডার গুলি কেন যেন বড় বড় হয় 😀 মানে আপনার সাইট এর বড় কিংবা বেশী দামের অর্ডারেই ফেক অর্ডার হবার সম্ভাবনা সবচাইতে বেশী।

eCommerce বিজনেস বা Online Shopping  এর সাথে যারা কম বেশী যুক্ত তারা সবাই এই শব্দটির সাথে পরিচিত “ফেক অর্ডার“। আর এর সংজ্ঞা না দিলেও নিশ্চয়ই বুঝে গেছেন আমি আসলে কি বুঝতে চাচ্ছি এই আর্টিকেলে। হাঁ- কিভাবে ফেক অর্ডার সনাক্ত করবেন বা বুঝবেন যে অর্ডারটি ফেক কিনা।

ই-কমার্স  সাইটে অনেক ক্ষেত্রেই ফেক অর্ডার পরে। অর্ডার পেলেই খুশি হয়ে ডেলিভারি দিতে পাঠিয়ে দেবেন না। আগে কিছু জিনিস মিলিয়ে কনফার্ম হয়ে নিন যে এটি কি সত্যিই অর্ডার নাকি ফেক অর্ডার। ফেক অর্ডার চেনাটা খুব বেশী জরুরি এবং ঠিক মত সনাক্ত করতে না পারলে একদম লাস্ট স্টেজ মানে ডেলিভারি এর পূর্ব মুহূর্তে হয়ত আপনার অর্ডার ক্যান্সেল হয়ে যেতে পারে। আবার অনেক ক্ষেত্রেই ছিনতাই বা প্রোডাক্ট নিয়ে টাকা না দেবার মত ঘটনাও ঘটে।

 

fake order online

 

ফেক অর্ডার এর সংখ্যা না গুনে সাকসেসফুল ডেলিভারি সংখ্যা কতটা সেদিকে খেয়াল করা উচিৎ। ফেক অর্ডার সনাক্তকরণ এবং এর থেকে রেহাই পাবার জন্য যথাযথ ব্যাবস্থা নেয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছোট কোম্পানি গুলির জন্য খুবই জরুরি একটি বিষয় এটি।

যারা শুধু ফেসবুক পেজ এর মাধ্যমে বিজনেস করছেন তাদের জন্য এটি আরও বেশী ইম্পরট্যান্ট কারন শুধু ফোনে অর্ডার কিংবা ইনবক্স এ অর্ডারের ক্ষেত্রে খুব কম তথ্যই মুলত দেয়া হয় এমনকি ইমেইল এড্রেস ও থাকেনা আবার অনেকেই শুধু ফোন নাম্বার দিয়ে বলে অমুক জায়গায়, অমুক বট গাছের নিচে এসে আমাকে ফোন দিলেই হবে 😛 এই ধরনের অর্ডার কনফার্ম করার ক্ষেত্রে আরেকবার ভেবে দেখুন যে নিজের বিপদ ডেকে আনলেন না তো?

চলুন তাহলে জেনে নেই বহুল আলোচিত ৫ টি লক্ষণ যা দেখলে বুঝে নেবেন আপনার সাবধান হওয়া জরুরি

 

১. অসম্পূর্ণ ঠিকানা

এটি ফেক অর্ডার এর একটি কমন লক্ষণ। সহসাই দেখা যায় শুধু নাম কিংবা এড্রেস এর জায়গায় শুধু ঢাকা কিংবা অন্য এলাকার নাম দেয়া। যাতে কোন ফ্ল্যাট নাম্বার, বাসা নাম্বার, রোড নাম্বার কিছুই উল্লেখ থাকেনা।

 

২. ভুল মোবাইল নাম্বার

এটি আরেকটি কমন লক্ষণ যে মোবাইল নাম্বার ১১ ডিজিট এর পরিবর্তে ১০ কিংবা ১২ ডিজিট দেয়া। আবার অনেক ক্ষেত্রে এমন নাম্বার দেয়া যাতে কখনই রিচ করা পসিবল হয়না।

 

৩. অদ্ভুত নাম

যদিও এটি দেখেই বুঝে ফেলা যায় যে এটি ফেক অর্ডার। মানে নামের জায়গায় এমন কিছু দেয়া যা সত্যিকার অর্থে কারো নামই বুঝায় না। আর অনেক ক্ষেত্রেই শুধু ABCD বা XYZ দিয়েই চালিয়ে দেয়া হয়।

 

৪. আরেকজনের মোবাইল নাম্বার

এটি আগে খুব বেশী দেখা যেতনা কিন্তু ইদানিং খুব বেশী নজরে আসছে। আর অধিকাংশ ক্ষেত্রেই অন্যকে হয়রানি করার জন্যই মুলত এই ধরনের ফেক অর্ডার করা হয়ে থাকে। এবং এইসব ক্ষেত্রে যার নামে বা মোবাইল নাম্বার ব্যাবহার করা হয়ে থাকে তিনি কিছুই জানেন না।

 

৫. ফোন না ধরা

এটি কিছুটা সাইকো টাইপের। মানে- অর্ডার করেছে ঠিকই, নাম, ঠিকানাও ঠিক আছে অন্যান্য বিষয় সবই ঠিক আছে কিন্তু ফোন করলে ধরে না। আবার এর মধ্যে আরেক ধাপ উপরে আছে- যারা একবার ফোন ধরে পরিচয় জেনেই লাইন কেটে দেয় এবং পরে আর ফোন ধরে না।

এই লক্ষণ গুলি যে সব সময় সবার ক্ষেত্রেই এক হবে তা কিন্তু না। অনেক ক্ষেত্রে অনেকেই দিনের বেলায় বিশেষ করে সকাল বেলায় অফিস এ থাকে অনেকে আবার মিটিং এ থাকে তাই হয়ত ফোন রিসিভ করতে পারেন না তাই বলে তাদের অর্ডার ফেক অর্ডার নাও হতে পারে। এছাড়া  আরও অনেক কিছুর উপরেই ফেক অর্ডার কিংবা ফেক ফেক ভাব এর আসল অর্ডার নির্ভর করে। তাই একাধিক উপায়ে টেস্ট করে ফাইনাল ডিসিশন নেয়াই বেটার।

এর বাইরে আরও কোন ইম্পরট্যান্ট লক্ষণ যা ফেক অর্ডার সনাক্ত করনে আপনি ফলো করেন কিংবা  আপনার যদি মনে হয় আরও কিছু টেকনিক মেনে চললে অন্যদের উপকার হবে। প্লিজ কমেন্ট করুন আমরা চেস্টা করবো সেই বিষয় ইনক্লুড করে নিতে।

 

পরের লেখা- ফেক অর্ডার থেকে রেহাই পাবেন কি করে?

 

3 Comments

    1. Author

      You are most welcome. Why from tomorrow- Start from now 😀

      Anyways, best of luck and share if you have other techniques in your mind. Thanks!

  1. asole delivery company gular o koau dosh ase…tara ase phn day j ami assi… tara jodi sokale e phn diya jania day amea aj ato tar moddhe aste parbo…thn raona deoar aga akbr phn day amra astasi taile onek ta subidha hoy…

    ami kaj korte jay ja deksi… real slr/ buy ra w8 korte thake kokhn asbe… sara din w8 kora /phn niya bose thaka psbl na..tai onek somoy real byr der k o phn a paoa jay na

Leave a Reply