.bd domain registration

.COM.BD ডোমেইন নিয়ে অনেক কথা জমে আছে। আর এটিও হয়তো সত্য অনেকেই অপেক্ষা করছেন এ নিয়ে বিস্তারিত জানার জন্য। সত্যিকার অর্থে সময় হচ্ছিলো না অথবা বলতে পারেন জোশ পাচ্ছিলাম না। অনেকের মত  আমি নিজেও বেশ কয়েক বছর আগে থেকেই .com.bd ডোমেইন কিনবো কিনবো  করেও শেষ পর্যন্ত কেনা হয়নি তার প্রধান কারন ছিল- ডোমেইন রেজিস্ট্রেশন এর প্রসেস ছিল ম্যানুয়াল। মানে ডোমেইন রেজিস্ট্রেশন করতে চাইলে, একগাদা কাগজ পত্র, পাসপোর্ট সাইজ রঙ্গিন ছবি, হাতে লিখে পুরন করা ফর্ম, BTCL অফিস এ গিয়ে এই রুম থেকে অন্য রুম ঘুরে ঘুরে অবশেষে নিজের কাঙ্ক্ষিত ডোমেইন এর রেজিস্ট্রেশন প্রসেস সম্পন্ন করা। আর এর বাইরে শুক্র, শনি সরকারী ছুটি সহ আরও অনেকRead More →