আমি নতুন ই-কমার্স বিজনেস করতে চাই, সবাই আমাকে হেল্প করুন কিভাবে শুরু করবো, কিভাবে ওয়েব সাইট করবো কিভাবে প্রোডাক্ট সোর্স করবো, কিভাবে প্রাইসিং করবো, কিভাবে ডেলিভারি করবো, কিভাবে সেল বুস্ট করবো ইত্যাদি ইত্যাদি ইত্যাদি!
—
যারা এমন প্রশ্ন করে গ্রুপে পোস্ট করেন এদের মধ্যে ৯৯.৯৫% লোকই এই বিজনেসে আসার পর কিছুদিন লস খাবে তারপর বাদ দিবে।
এখন যদি আপনার মনে হয় যে আমি সত্যিই শুরু করতে চাচ্ছি কিন্তু এই ইনফরমেশন গুলি আমার জানা প্রয়োজন আমি কোথায় গেলে জানতে পারবো? হ্যাঁ- এই ধরণের তথ্য কেও আপনাকে দিবে না। গ্রুপে পোস্ট দেবেন দেখবেন সবাই আপানর কাছ থেকে নিজেদের বিজনেস কিভাবে অফার করবে বা বলবে আমরা আপনার সব কিছু করে দেবো আমাদের সাথে যোগাযোগ করুন ইত্যাদি ইত্যাদি কিন্তু বাস্তবে আপনি তাদের থেকে কাজে লাগার মত কোন হেল্প পাবেন না- তবে হ্যাঁ আপনার কাছ থেকে তাদের বেনিফিট তারা ঠিকই নিয়ে নেবে। পড়ালেখা বই দেখে শেখা যায় কিন্তু বিজনেস না। কেননা বিজনেস এ প্রত্যেকের পথ আলাদা। বিজনেস কেও আপনাকে শিখিয়ে দিতে পারবেনা- আর ফ্রি তে বা গ্রুপে একটি পোস্ট দিয়েই সেটি কল্পনা করাও বোকামি।
তাহলে করনীয় কি?
নিজে নিজে শিখতে হবে, কারো কাছে টোটাল বিজনেস এর আইডিয়া ভুলেও চাইবেন না বরং যার কাছ থেকে কিছু হেল্প পেতে পারেন বলে মনে হয় একদম জিরো এক্সপেকটেশন নিয়ে তার কাছে একদম সুনির্দিষ্ট কিছু জানার চেষ্টা করুন। একেক জনের কাছ থেকে একেক বিষয়ে আইডিয়া নিতে থাকুন। নিজের মত করে চেষ্টা করতে থাকুন। কোন কোন জায়গায় আটকে যাচ্ছেন সেখান থেকে আবার সমাধানের রাস্তা খুঁজে বেড় করুন। এভাবে ৬ মাস বা ১ বছর চেষ্টা করতে থাকুন দেখবেন এই প্রশ্নের উত্তর তখন আপনার কাছেই থাকবে। তবে মনে রাখবেন, বিজনেসে থিউরিটিক্যাল জ্ঞান দিয়ে কিছু হয়না- প্রয়োজন বাস্তব অভিজ্ঞতা আর বাস্তব অভিজ্ঞতা তখনই হবে যখন আপনি নিজে সেই পথগুলি অতিক্রম করবেন। অন্যের দেখানো রাস্তা বা আইডিয়া দিয়ে আপনার কিছুই হবেনা।
আপনি ৮০% নিজে পারলে বাকি ২০% অন্যের থেকে হেল্প নিতে পারেন। কিন্তু যদি বেসিকই না জানেন তাহলে যার কাছে যাবেন সেই আপনাকে ৭-৫ বুঝিয়ে দেবে এটা আপনার খুব কাছের লোক হলেও। তবে অবশ্যই এক্সেপশনাল আছে কিন্তু আপনি সেই সৌভাগ্যবান/ সৌভাগ্যবতী নাও হতে পারেন।
আপনি যদি নতুন হয়ে থাকেন, আগে নিজে নিজে নিজের দক্ষতা বৃদ্ধি করুন, সক্ষমতা বৃদ্ধি করুন, মার্কেট সার্ভে করুন, কম্পিটিটর এনালাইসিস করুন সব মিলিয়ে অন্তত ২ বছর সারভাইভ করতে পারবেন কিনা সেটি আগে ভেবে দেখুন।
—
এই পোস্টটি কাউকে নিরুৎসাহিত করার জন্য নয়। গত ৫ বছরে আমার দেখা অন্তত ৫০ জন বা কোম্পানির মধ্যে এখন মাত্র ৩/৪ টি কোম্পানি টিকে আছে। বাকি সবাই বিজনেস বাদ দিয়ে কেউ জব শুরু করেছে, কেও দেশের বাইরে চলে গিয়েছে কেও আবার অনলাইন বিজনেস বাদ দিয়ে অন্য কিছু করছে। বর্তমান সময়ে কম্পিটিশন অনেক বেশী। কোটি টাকা ইনভেস্ট করে ১০০+ এর টিম নিয়েও মার্কেট থেকে সরে গিয়েছে এমন উদাহরনও আছে চোখের সামনেই এবং সামনের দিনগুলি যে আরও চালেঞ্জিং হবে সেটি চোখ বন্ধ করেই বলে দেয়া যায়। খুব বেশী ______ না হলে এই মার্কেটে টিকে থাকাটা সত্যিই কঠিন।
সবার জন্য শুভকামনা <3